Tuesday, October 20, 2020

রুবেল হোসেন

মৃন্ময়ী দেবী

কবে মা তোর মুগ্ধ হাসিতে 
ভরবে জগৎ খানা,
সবুজ শ্যামল ধরণীর গায়ে 
করছে রাক্ষস হানা।
 
কবে মা তোর চণ্ডী রূপে
কাঁপবে কেবল বুক,
সন্ত্রাসবাদী দুষ্কৃতি কাজে
দেখবে চণ্ডীর মুখ। 

কবে মা তোর বাহন নিয়ে 
ছুটবি রথের ঘোড়া,
ধ্বংস করছে বিশ্ব খানা 
দুষ্ট লোকের জোড়া 

কবে মা তোর ত্রিনয়নে 
পাপের ছায়া ধুয়ে যাচ্ছে,
ত্রিশূলের ফলায় অগ্নিকাণ্ডে 
ন্যায় বিচার ফিরে পাবে। 

কবে মা তোর মৃন্ময়ী রূপে
প্রাণ প্রতিষ্ঠান হবে, 
জগৎ জুড়ে মুক্ত হাওয়ায় 
স্বাধীনতা খুঁজে পাবে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...