ভোরের পাখি
ভিড়ের মাঝে হাঁরিয়ে যায়-
অনেক স্বপ্ন আশা,
আবার, একাকীত্বে দিন কেঁটে যায়।
অবেলায় কেউ খোঁজ নেয়নি;
সভ্যতার ক্রমবর্ধমান বিবর্তনে,
খুঁজে নিই নতুন গল্প!
ছাপার অক্ষরে কত না বলা কথা,
আশা-আকাঙ্ক্ষার কাল্পনিক রূপকথা---
বুনতে বুনতে আমরা-
সাহিত্যের পাতায় প্রবেশ করি।
প্রস্তুত পাই খবর, কাগজে।
ভোরের কাক হয়ে ওরা--
দিনের পর দিন ছুটে বেড়ায়,
ক্যামেরার পিছনে পিছনে।
কলমে অসংখ্য শব্দ, কারোর- মনে হাসি ফোঁটাতে পারে; আবার কান্নার বন্যা বইয়ে দেয়।
কাশবনের স্নিগ্ধ শীতল হাওয়ায়,
মুগ্ধ আমাদের মন।
লেন্সবন্দি বিচিত্র সুন্দর-
ছবির পিছনে দাঁড়িয়ে
সাংবাদিকতার কান্না দেখতে পাইনা।
তবুও তারা সমাজ গঠনে-সভ্যতার ধুলোমাখা ইতিহাস ভবিষ্যতে পৌঁছে দেয়।
No comments:
Post a Comment