Tuesday, October 20, 2020

কবিতা সাহা

ভালো থেকো
          
বলি কজন পারে স্বজন হতে?
প্রিয়জনের প্রয়োজনেতে?
সবাই শুধু স্বার্থ খোঁজে,
যে যার ভালো আগে বোঝে।
অজুহাত দেখিয়ে দূরে সরে
স্বার্থ শেষে কেটে পরে।
মায়ার বাঁধন ছিন্নকরে,
প্রয়োজনে নতুন প্রিয়জন গড়ে।
সারা জীবন থাকবে পাশে,
কথা দিয়ে কাছে আসে।
তবে শেষ মেসেজ কিন্তু ভালো থেকো!
নিজের খেয়াল নিজে রেখো।
এখানেই রিলেশন এন্ডিং,
এটাই আজকাল ট্রেন্ডিং।
তারপর পিন করা নম্বরটিও ব্লকলিস্টে আসে,
কেউ হাসে কেউ জোয়ারে ভাসে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...