Tuesday, October 20, 2020

লিটন শব্দকর

রোদসী

এমনও সময় আসে
ডাকবাক্সের উপর শিউলি ঝরার শুরু,
শুধু কোনো চাওয়া থাকেনা নীলখামের কাছে।
শুধু দুটো রোদ কথা চেয়ে চেয়ে
বারান্দায় মৃন্ময়ী ভোর সেজে বসে আছে।
সবটুকু বলার আকাল
হৃদেরও পেয়ে বসেছে সেই কখন,
পাঁচিলে অর্কিড ফোটে
শরত লুকোয় কবিতার আয়োজন।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...