তোমরাই পারো
আমি এক অন্ধকার কারাগারে বসে-
ভোরের আলোর স্বপ্ন দেখি।
যখন মানুষ সব হারিয়ে বিমর্ষ
পাহাড় থেকে সমতল,
শহর থেকে গ্রাম,
পথ চলছে এক বেদনার অশ্রু হাহাকারে।
আমার হাতে ছিলো বিদ্রোহের কলম,
দৃষ্টি ছিলো শ্যেন বিদ্যুতের মতো।
আমি এখনো শুনতে পাই কুরুক্ষেত্রের মাঠে-
শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য আওয়াজ।
হাঁক দিয়ে বলছে-
তোমরাই সরাতে পারো জগদ্দল জঞ্জালের স্তুপ,
তোমরাই ঘোচাতে পারো ভুকমারি ভাঙনের ত্রাস।
তোমরাই পারো শক্ত করে ধরতে নিজেদের হাত,
তোমরাই হবে আগামীর আয়ুবর্ধক মৃত সঞ্জীবনী সুধা।
হ্যাঁ হ্যাঁ তোমরাই!
No comments:
Post a Comment