Tuesday, October 20, 2020

সুজন দেবনাথ

তুমি আসবে বলে 

তুমি আসবে বলে,
শরৎ যেন তাই
নব রুপের সাজে।
বাতাস যেন মুখরিত হয় 
আগমনী সুর বাজে।
তুমি আসবে বলে,
হাজার মুক্তা ঝিকিমিকি ঐ
শিশির ভেজা ঘাসে।
কাশের বনের ফুল গুলিও 
হাওয়ার দোলায় ভাসে।
তুমি আসবে বলে, 
সোনার রঙে সাজানো 
কৃষকের খেত-মাঠ।
শিউলি ছিটিয়ে সাজিয়ে রাখা 
গ্রাম্য পথ-ঘাট। 
তুমি আসবে বলে, 
শ্রমিক কৃষক মেতে উঠে সব 
সারি গানের সুরে।
হাতছানি আশে বুক বাঁধে ঐ মানুষ 
যারা রয়েছে আস্তাকুঁড়ে।
তুমি আসবে বলে, 
অসহায় নারী আত্মরক্ষার 
শক্তি খুঁজে পায়।
মত্যবাসী দুই হাত তুলে তাই
আছে তোমার অপেক্ষায়।
তুমি আসবে বলে,
সম্পর্ক আর মানবিকতার 
পথ চলা হোক সচল।
নরপিশাচ ডাস্টবিনের ঐ 
কীটগুলি হোক অচল।
তুমি আসবে বলে, 
গোটা বিশ্ববাসী আজ
তোমার পানে চায়।
সব অশুভ শক্তি বিনাশ করো
মাগো তারই বন্ধনা আমিও
রাখছি তোমার পায়।
 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...