আগমনীর দাবি
গতবার এসে দেখলি তো মা
ঠিক বলেছিলাম কি না?
বলেছিলাম না, পুরো পৃথিবীটাই
অশুভ শক্তির অধীনে।
তাই বোধ হয় কৈলাশে ফিরেই
ব্যবস্থা পাকা করে নিলি
অসুর নিধনে।
ওইতো গতবার অক্টোবরে ('১৯) এসে
আবার চলেও গেলি।
মাঝে গেলো নভেম্বর মাস।
ডিসেম্বরেই বুঝি মর্ত লোককে
অসুর মুক্ত করতে
মেরে বসলি
ভয়ঙ্কর এক বাণ!
সেই বাণ ঘুরতে ঘুরতে পড়লো
কৈলাশের উত্তর পূর্বের
চৈনিক শহর উহানে।
সেখানে পড়েই সেটা
শতে শতে,সহস্রে সহস্রে,
লক্ষে লক্ষে, কোটিতে কোটিতে
বিভক্ত হয়ে সমগ্র পৃথিবীতে
ছড়িয়ে পড়েছে দিনকে দিন।
সাক্ষাৎ মৃত্যু বাণ- COVID-19 ।
মা, মেরে তো দিলি!
কিন্ত তাতে হলো কি?
একবার ফিরে দেখলি ওদিকে ?
তোর নিক্ষেপ করা ভয়ঙ্কর
মারণ ভাইরাস Corona বাণ তো
হিতে বিপরীত করে চলেছে
মর্তলোকে।
তোর ছোড়া বাণ করোনার কীর্তি
শোন তবে-
সে ডাকাতকে ছেড়ে দিচ্ছে,
ডাক্তারকে তুলে নিচ্ছে।
চিটারকে রক্ষা করে
টিচারকে মেরে দিচ্ছে।
সাধুকে কাবু করে
কপটকে প্রকট করছে।
কালোকে গহিন করে
আলোকে ঢেকে দিচ্ছে।
অসুরকে সরব করে
দেবতাকে নীরব করছে ।
বুঝতেই তো পারছো মা,
এবার কিন্তু শিউলী ফুল
তোর জন্য বরণ ঢালা সাজাচ্ছে না।
কাশবন হতাশ।
শরতের মেঘমালা শূণ্য আকাশ,
এসে কোথায় দাঁড়াবি?
কোথায় থাকবি?
কে দিবে তোরে পাদ্য অর্ঘ্য?
কে করবে তোরে আনন্দে আহ্বান?
এই প্রথম আগমনীতে
করুণ সুর বেজে চলছে মর্তলোকে।
শুনতে পাচ্ছো মা ?
ঢের হয়েছে।
এবার আসার আগে কথা দিবি,
COVID-19 ফিরিয়ে নিবি ।
No comments:
Post a Comment