Tuesday, October 20, 2020

অতনু রায় চৌধুরী

অপেক্ষায়

চারদিকে মণ্ডপ সেজে উঠেছে, সেজেছে নতুন আলোতে এই শহর 
হাতে নেই টাকা তাই হল না এবার পূজোয় নতুন জামাকাপড়।
তবুও মুখে হাসি নিয়ে ঘুরছে কাজের সন্ধানে 
পেটের দায়ে শিক্ষিত যুবক আজ রাস্তায় লড়ি টানে।
নিজের স্বপ্ন ধ্বংস করে বাঁচিয়ে রাখে পরিবারকে 
বুকের মাঝে হাজারো আঘাত, তবুও বলে না সে কাউকে।
দিনশেষে আবারও নতুন ভোরের অপেক্ষা
গভীর রাতে মাথায় ঘুরে হাজারো রকম চিন্তা ।
জীবনযুদ্ধে চলতে চলতে এইভাবেই বয়স ফুরিয়ে যায়
যৌবন শেষে বৃদ্ধ বেশে শেষদিনের অপেক্ষায় ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...