Tuesday, October 20, 2020

অতনু রায় চৌধুরী

অপেক্ষায়

চারদিকে মণ্ডপ সেজে উঠেছে, সেজেছে নতুন আলোতে এই শহর 
হাতে নেই টাকা তাই হল না এবার পূজোয় নতুন জামাকাপড়।
তবুও মুখে হাসি নিয়ে ঘুরছে কাজের সন্ধানে 
পেটের দায়ে শিক্ষিত যুবক আজ রাস্তায় লড়ি টানে।
নিজের স্বপ্ন ধ্বংস করে বাঁচিয়ে রাখে পরিবারকে 
বুকের মাঝে হাজারো আঘাত, তবুও বলে না সে কাউকে।
দিনশেষে আবারও নতুন ভোরের অপেক্ষা
গভীর রাতে মাথায় ঘুরে হাজারো রকম চিন্তা ।
জীবনযুদ্ধে চলতে চলতে এইভাবেই বয়স ফুরিয়ে যায়
যৌবন শেষে বৃদ্ধ বেশে শেষদিনের অপেক্ষায় ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...