Tuesday, October 20, 2020

সুস্মিতা মহাজন

আলোকবর্ষ 

এক আলোকবর্ষ অপেক্ষায় থাকবো তোমার,
তুমি একদিন ফিরবে এই বিশ্বাস নিয়ে।
তখন ছন্দহীন জীবন আবার ছন্দ পাবে,
তোমায় নিয়ে স্বপ্ন দেখার সাহস জাগবে।

ভাষাহীন কাব্যেরা ভাষা খুঁজে পাবে,
এক বিকেলে হঠাৎ কবিতা লিখবো।
তোমার ইচ্ছেদের নিয়ে আমি উড়বো,
প্রজাপতির পাখা নিয়ে পাখি হবো।

এক আলোকবর্ষ আমি তোমার অপেক্ষায় রব,
প্রকৃতি তখন সাজবে আবার নতুন সাজে।
সারি সারি গাছ দাঁড়িয়ে থেকে দেখবে মাথা তুলে,
তুমি কেমন আমায় ভালোবাসো আজও।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...