Tuesday, October 20, 2020

শুভজিৎ চক্রবর্তী

মহামায়া  

শরতের আগমনে চারিদিক
যেন কাশফুলের গন্ধে মোহিত,
অল্প অল্প কুয়াশায় আচ্ছন্ন চারিদিক মনে যেন এক আনন্দ জাগায়, কাশফুলের মুগ্ধতা যেন মায়ের আগমনের এক বার্তা নিয়ে আসে মহামারীতে পরিপূর্ণ আজ চারিদিক ,মনে এক অজানা ভয়ের অনুভূতি সৃষ্টি করে! কিন্তু মায়ের আগমনীতে মুছে যাবে এই ভয়ঙ্কর পরিস্থিতি , ষষ্ঠী থেকে নবম যেন এক স্বপ্নের আলোড়নে সেজে ওঠে চারিদিক, অঞ্জলি এবং অন্যভোগে জেনো কাটে সারাদিন --সন্ধ্যায় আরতির গানে মেতে উঠি আমরা সকলে বিদায়ের দিন চলে আসে দশমী রূপে !মনে দুঃখ বেদনা জাগে মায়ের বিদায়ীতে, তবুও মনে আশা নিয়ে আমরা আবারও বলি আসবে মা তুমি বছর পরে||

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...