Tuesday, October 20, 2020

মিঠু মল্লিক বৈদ্য

দিন গুনার অবসরে।

শাসক তুমি,বটে হে মহাজন!
মনে পড়ে কি?স্তব্দ নিশিথিনী
একাকীত্বের অতিবাহন, কিংবা
স্নেহ পরশ, রাখা ছিল যতনে।

লুকিয়েছিল কত,লোলুপ শার্দূল
ঐ চিরচেনা ক্ষেতের;পাশের বনে,
সংগোপনে;দিয়েছি ঠাঁই তোমায়,
এই চাঁদোয়া তলে। 

ক-ত বার তোমার অস্তিত্ব চাষে
হারিয়েছি স্থায়িত্ব,মিলেছে অখ‍্যাতি,
হয়নি প্রাক-কলন,দৃঢ় হাতে 
আঁকড়ে চলা অনর্গলে।

'সুহৃৎ'! বুঝেছি রূপ তোমার,
মিত্রতার আড়ালে 
শুধুই খলতা,
ক্ষুধা;প্রতিপত্তি আর ঐ আসনটার।

সময়ের ঘুর্ণিপাকে ঘুরছি
অজ রূপের আড়ালে।
নীরব,নির্বাক! নিরুত্তর!
ভুলতে বসেছো সব,অনাদরে।

পিপীলিকার আকারে,মৃত‍্যুর সারিতে
গুনছি দিন অসময়ের-
কখনে সরবে চরণ,দাম্ভিক পরিহাসে,
দেখবো আলো নতুন করে,মিত্রতার পরখে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...