Tuesday, October 20, 2020

মিঠু মল্লিক বৈদ্য

দিন গুনার অবসরে।

শাসক তুমি,বটে হে মহাজন!
মনে পড়ে কি?স্তব্দ নিশিথিনী
একাকীত্বের অতিবাহন, কিংবা
স্নেহ পরশ, রাখা ছিল যতনে।

লুকিয়েছিল কত,লোলুপ শার্দূল
ঐ চিরচেনা ক্ষেতের;পাশের বনে,
সংগোপনে;দিয়েছি ঠাঁই তোমায়,
এই চাঁদোয়া তলে। 

ক-ত বার তোমার অস্তিত্ব চাষে
হারিয়েছি স্থায়িত্ব,মিলেছে অখ‍্যাতি,
হয়নি প্রাক-কলন,দৃঢ় হাতে 
আঁকড়ে চলা অনর্গলে।

'সুহৃৎ'! বুঝেছি রূপ তোমার,
মিত্রতার আড়ালে 
শুধুই খলতা,
ক্ষুধা;প্রতিপত্তি আর ঐ আসনটার।

সময়ের ঘুর্ণিপাকে ঘুরছি
অজ রূপের আড়ালে।
নীরব,নির্বাক! নিরুত্তর!
ভুলতে বসেছো সব,অনাদরে।

পিপীলিকার আকারে,মৃত‍্যুর সারিতে
গুনছি দিন অসময়ের-
কখনে সরবে চরণ,দাম্ভিক পরিহাসে,
দেখবো আলো নতুন করে,মিত্রতার পরখে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...