Tuesday, October 20, 2020

সাগর চৌধুরী

পুজো পর্ব

দাঁড়িয়ে সেথায় নুতন সাজে
মিষ্টি মুখো হাসির স্বরে
নীল গগনে ছড়িয়ে দেয়,
সাদা কাশের তুলো ।
সারা বেলা ছবি আঁকে,
মেঘের ভাঁজে মুখ খোঁজে,
অল্পতে তার মন ভরে যায়
হাসিতে ফোটে নতুন রঙা আলো ।
ছুট্টে বেড়াই সারা বেলা
কি জানি কিসের তাড়া ?
নেইকো নজর নিজের বেশে,
শুধু হাজার কাজের ভিড় ।
দিনের শেষে ঘুমিয়ে পড়ে
ক্লান্ত চোখেও স্বপ্ন গড়ে;
এসেছে যেন মিলন তিথির দিন ।
যায় না থাকা অপেক্ষাতে
মনের মাঝে বাঁশি বাজে
এ কিসের আগমনী ?
সবই যেন নতুন লাগে,
চেনা নুপুর কানে বাজে,
এ কোন বালার আগমন ?
নতুন দীপের আলো জ্বালা,
নতুন সুরে গান লেখা,
শব্দ গুলো জাগায় শিহরণ ।
হৃদয় পানে নুতন রং,
স্বপ্নে নুতন ছোঁয়া ।
গভীর তাহার ব্যঞ্জনায়,
স্পর্শে গান গাওয়া ।
তাহার মাঝে নুতন ছবি,
চির চেনা - তবু যেন
অপেক্ষা জাগিয়ে ব্যথা;
শুভ মুক্তির আনন্দে মত্ত সে-
নব রূপে, নব সাজে, নব নব গান গাওয়া।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...