মহামায়া
শোভিত রূপে মহীয়সী হে মহামায়া, তুমি জগত অপার।
তোমার আগমনীতে সেজে উঠেছে এই জগত সংসার।।
কৈলাস হতে তোমার আগমন হলো, এই ত্রিভুবনে।
দেখিব তোমারে নয়ন ভরে, আমি আপনমনে।।
এসেছ তুমি চারিদিনের জন্য, পিতার দুয়ারে।
দেখিব আমরা তোমারে নয়ন ভরে।।
তোমার আগমনীতে ধরনী হয়ে উঠুক, শস্য শ্যামলাতে পরিপূর্ণ।
গরীব- দুঃস্থদের মুখে উঠুক অমৃত অন্ন।।
অন্নপূর্ণা রূপে হোক, তোমার আগমন।
ক্ষুধার্তদের মুখে ফুটুক হাসি, ভরে উঠুক বিশ্বচরাচরের প্রানপণ।।
মহামায়া রূপ নিয়ে, মায়ায় আচ্ছন্ন করো এই জগত সংসারকে।
অজ্ঞানতার নাশ করে, জ্ঞানের ভাণ্ডারে পরিপূর্ণ করো এই চেতনাকে।।
এই বারের ঢাকের কাঠিতে মলিন হোক, সকলের এই হৃদয়।
কাটুক সকলের মনের ভয়, হোক মানবতার জয়।।
No comments:
Post a Comment