শরৎ উৎসব
শুভ্র শরতের স্বচ্ছ আকাশ
মুক্ত মেঘের ছায়া,
শষ্য-শ্যমল রূপালি চাঁদ
ডাকছে উৎসব মায়া।
শরৎ জুড়ে উৎসবেতে
নাচে সবার মন,
ঢাকে কাঠি পড়ল বলে
নেই-তো বেশিক্ষণ।
শরৎকালে শারদীয়ায়
দূর্গা পূজা হয় ,
পূর্ণিমার জ্যোৎস্না রাতে
লক্ষ্মী জেগে রয়।
অামাবস্যার তমসাতে
সাজে শ্যামা-শিব,
ভাই ফোঁটারি আগমনে
বোন যে উদগ্রীব।
শরৎ সাজে শাপলা-পদ্ম
ফোটে দিঘীর ধারে,
উৎসবেতে মাতো সবাই
শরৎ ঋতুর বরে।
No comments:
Post a Comment