Tuesday, October 20, 2020

চৈতী দে

শরৎ উৎসব  

শুভ্র শরতের স্বচ্ছ আকাশ 
মুক্ত মেঘের ছায়া, 
শষ্য-শ্যমল রূপালি চাঁদ 
ডাকছে উৎসব মায়া। 

শরৎ জুড়ে উৎসবেতে
নাচে সবার মন, 
ঢাকে কাঠি পড়ল বলে
নেই-তো  বেশিক্ষণ। 

শরৎকালে শারদীয়ায়
দূর্গা পূজা হয় , 
পূর্ণিমার জ্যোৎস্না রাতে 
লক্ষ্মী জেগে রয়। 

অামাবস্যার তমসাতে 
সাজে শ্যামা-শিব, 
ভাই ফোঁটারি আগমনে
বোন যে উদগ্রীব। 

শরৎ সাজে শাপলা-পদ্ম 
ফোটে দিঘীর ধারে,
উৎসবেতে মাতো সবাই 
শরৎ ঋতুর বরে। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...