Tuesday, October 20, 2020

চৈতী দে

শরৎ উৎসব  

শুভ্র শরতের স্বচ্ছ আকাশ 
মুক্ত মেঘের ছায়া, 
শষ্য-শ্যমল রূপালি চাঁদ 
ডাকছে উৎসব মায়া। 

শরৎ জুড়ে উৎসবেতে
নাচে সবার মন, 
ঢাকে কাঠি পড়ল বলে
নেই-তো  বেশিক্ষণ। 

শরৎকালে শারদীয়ায়
দূর্গা পূজা হয় , 
পূর্ণিমার জ্যোৎস্না রাতে 
লক্ষ্মী জেগে রয়। 

অামাবস্যার তমসাতে 
সাজে শ্যামা-শিব, 
ভাই ফোঁটারি আগমনে
বোন যে উদগ্রীব। 

শরৎ সাজে শাপলা-পদ্ম 
ফোটে দিঘীর ধারে,
উৎসবেতে মাতো সবাই 
শরৎ ঋতুর বরে। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...