Tuesday, October 20, 2020

অভীককুমার দে

নীলিকা

বৃষ্টি এলেই 
ভেতর লুকিয়ে নেটা সুখ তোমার
ছাতা মেলে ধরো, নিচে আমি
কখনো বোঝাতে পারিনি-
বৃষ্টি মানে ভিজে যাবার উৎসব। 

একসাথে ভিজে গেলে
সব রঙ মিশে যায়
মাটি ছুঁয়ে বয়ে যায় কষ্ট ধোয়া জল, 
একা কার নদী ?

মনের উত্তাপ বুদবুদ হলে
আমারও ভিজতে ইচ্ছে হয় নীলিকা। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...