নীলিকা
বৃষ্টি এলেই
ভেতর লুকিয়ে নেটা সুখ তোমার
ছাতা মেলে ধরো, নিচে আমি
কখনো বোঝাতে পারিনি-
বৃষ্টি মানে ভিজে যাবার উৎসব।
একসাথে ভিজে গেলে
সব রঙ মিশে যায়
মাটি ছুঁয়ে বয়ে যায় কষ্ট ধোয়া জল,
একা কার নদী ?
মনের উত্তাপ বুদবুদ হলে
আমারও ভিজতে ইচ্ছে হয় নীলিকা।
No comments:
Post a Comment