ঢেউ
যদি আমি নৌকা হতাম
ভাসতাম নদীর জলে,
ভাটার টানে চলতাম ছুটে
ঢেউয়ের তালে তালে।
সুখ গুলো সব বিলিয়ে দিতাম
দরিয়ার ওই মাঝে,
দুঃখ নিয়ে চলতাম ছুটে
শ্রাবণের ওই সাঝে।
দু–ধারের ওই গাছ গুলো সব
ছুটতো আমার সাথে,
ফুল গুলো সব দুলবে হাওয়ায়
মন নদীর ওই ঘাটে।
হঠাৎ যদি দমকা হাওয়া
ছুটে আসতো ধেয়ে,
দরিয়ার মাঝে থেকে আমি
দেখতাম চেয়ে চেয়ে।
তারই মাঝে মন নদীতে
উঠতো যদি ঢেউ,
ঢেউয়ের বেগে আমায় খুঁজে
পেতো না আর কেউ।
No comments:
Post a Comment