Tuesday, October 20, 2020

শ্রীমান দাস

বেমানান

যদি ভালোবাসায় প্রবাহিনীই হও,
তবে আজন্মকাল কলঙ্কের দাগ কেন বও?
কলকল স্রোতে যদি প্রেমকথা কয়,
কেন বুকে ভাসা তরীর বুকে ক্ষোভ জমে রয়?

উজানের কতো খ্যাতি - কতো গরিমা...
ভাটিতে তার ধ্বংসাবশেষ...শুধুই কালিমা।
যদি উদারতায় বাজতো বুকে মাঝি মল্লার গান,
কেন মোহনায় এসে আজ তুমিই বেমানান ?

উৎসমুখেও বেলেল্লাপনায় বিষাদ দেবে যদি,
সাগর অভিমুখে কেন বইতে গেলে নদী ?

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...