বেমানান
যদি ভালোবাসায় প্রবাহিনীই হও,
তবে আজন্মকাল কলঙ্কের দাগ কেন বও?
কলকল স্রোতে যদি প্রেমকথা কয়,
কেন বুকে ভাসা তরীর বুকে ক্ষোভ জমে রয়?
উজানের কতো খ্যাতি - কতো গরিমা...
ভাটিতে তার ধ্বংসাবশেষ...শুধুই কালিমা।
যদি উদারতায় বাজতো বুকে মাঝি মল্লার গান,
কেন মোহনায় এসে আজ তুমিই বেমানান ?
উৎসমুখেও বেলেল্লাপনায় বিষাদ দেবে যদি,
সাগর অভিমুখে কেন বইতে গেলে নদী ?
No comments:
Post a Comment