Tuesday, October 20, 2020

সোনালী রায় বাগচী

আধফোটা

কত কিছুই করা হলো না । 
নিশ্চয়তার লাল গিঁট খুলে দেখা হলো না জীবনকে।
তোমার সাথে হঠাৎ করে পালিয়ে যাওয়া হলো না 
ভুবনডাঙ্গার মাঠ ছাড়িয়ে আরো অনেক দূরে ।
চুমু খাওয়া হলো না তোমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ।
তোমার চোখে চোখ রেখে একবারও বলা হলো না ,
নিজেকে কতটা ভাঙলে এমন করে তাকানো যায় ।
সেই যে একটা কুঁড়ে ঘরের স্বপ্ন দেখেছিলাম , 
নাম না জানা কোনো এক ঝিলের ধারে , মনে পড়ে? 
কথা দিয়েছিলে , 
ঝুমঝুমে কোন এক শীতের রাতে , 
ঘরের টিমটিমে আলোয় ভিজতে ভিজতে 
দুটো জ্বলন্ত শরীর ঘিরে এঁকে নেবো অজন্তা-ইলোরার গুহাচিত্র ।
হয়নি সেটাও । 
নিদেনপক্ষে তোমার কোলে মাথা রেখে 
কাটানো হয়নি একটা কবিতা যাপনের সন্ধ্যাও ।
কিছু বিগত ঈর্ষা তাই পুষে রাখি গোপন জঠরে ।
রক্তক্ষরণে প্রতিদিন উদযাপন করি
ভালোবাসার বহ্নুৎসব ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...