Tuesday, October 20, 2020

সোনালী রায় বাগচী

আধফোটা

কত কিছুই করা হলো না । 
নিশ্চয়তার লাল গিঁট খুলে দেখা হলো না জীবনকে।
তোমার সাথে হঠাৎ করে পালিয়ে যাওয়া হলো না 
ভুবনডাঙ্গার মাঠ ছাড়িয়ে আরো অনেক দূরে ।
চুমু খাওয়া হলো না তোমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ।
তোমার চোখে চোখ রেখে একবারও বলা হলো না ,
নিজেকে কতটা ভাঙলে এমন করে তাকানো যায় ।
সেই যে একটা কুঁড়ে ঘরের স্বপ্ন দেখেছিলাম , 
নাম না জানা কোনো এক ঝিলের ধারে , মনে পড়ে? 
কথা দিয়েছিলে , 
ঝুমঝুমে কোন এক শীতের রাতে , 
ঘরের টিমটিমে আলোয় ভিজতে ভিজতে 
দুটো জ্বলন্ত শরীর ঘিরে এঁকে নেবো অজন্তা-ইলোরার গুহাচিত্র ।
হয়নি সেটাও । 
নিদেনপক্ষে তোমার কোলে মাথা রেখে 
কাটানো হয়নি একটা কবিতা যাপনের সন্ধ্যাও ।
কিছু বিগত ঈর্ষা তাই পুষে রাখি গোপন জঠরে ।
রক্তক্ষরণে প্রতিদিন উদযাপন করি
ভালোবাসার বহ্নুৎসব ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...