পাড়ের সন্ধান
ভাবের নদীর বুকে জলরাশির ভান্ডার,
দেখলেই যে লাগে অনিশ্চয়তার সংহার।
গভীরতার মাঝে হারিয়ে যাবার শখ,
সন্ধানের খুঁজে গিয়েছি অন্তিম পথ।
নদীর পাড়ে পাড়ে ঘুরে বেড়াই,
হাজারো অনুভূতিরা ছুটে পালাই।
তন্ন তন্ন করে গহীনতার নিমগ্নে,
অন্তরায় হয়েছি ব্যর্থতার সাথে।
জলের আয়নাতে দেখা যায় রূপের প্রতিচ্ছবি,
স্বচ্ছতার পরিচয় দিয়েছে হাজার তরী।
তলিয়ে যাবার ভয়ে যায় নি নিবিড়তায়,
কি করে পাবো পাড়ের সন্ধান তার.?
বাঁধ ভেঙে পড়ে পথের দ্বারে,
বিলীন হয়ে যায় আবেগের ঝড়ে।
স্তূপের পাহাড় পড়ে বিনষ্ট হয়ে,
ভব নদীর পাড় ডিঙিয়ে যাবার তরে!
মন যদি হতো বৈরাগী,
তবে কি পাড়ের সন্ধান পেতে হতো দেরি!
যেতে যদি হয় অকুল পাতারে,
তবে ভব সমুদ্র পাড়ি দিতে হবে।
No comments:
Post a Comment