Tuesday, October 20, 2020

দিপ্সী দে

সাংবাদিকতা
   
  
সভ‍্যতার সিরিজ না হলেও প্রতিদিনের সিরিজ
অকপটে জীবনের কাব‍্য সমাজের কথা 

ক‍্যামেরায় ফ্ল‍্যাস বন্দি!
সাধারণের জন‍্য শাসকের বিরুদ্ধে  আওয়াজ।
স্বৈরাচারী দেশের বিপক্ষে ধিক্কার।
এই সভ‍্যতা তাদের দিয়েছে,
আইন্ডিন্টি সাংবাদিকতা।

ঝড় জলমগ্ন শহর অতিমারী 
শেখায় তাদের জীবন বাজি রাখার পন্থা।
তাদের একটাই ভালোবাসা ;
সাংবাদিকতা।
       

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...