Tuesday, October 20, 2020

দিপ্সী দে

সাংবাদিকতা
   
  
সভ‍্যতার সিরিজ না হলেও প্রতিদিনের সিরিজ
অকপটে জীবনের কাব‍্য সমাজের কথা 

ক‍্যামেরায় ফ্ল‍্যাস বন্দি!
সাধারণের জন‍্য শাসকের বিরুদ্ধে  আওয়াজ।
স্বৈরাচারী দেশের বিপক্ষে ধিক্কার।
এই সভ‍্যতা তাদের দিয়েছে,
আইন্ডিন্টি সাংবাদিকতা।

ঝড় জলমগ্ন শহর অতিমারী 
শেখায় তাদের জীবন বাজি রাখার পন্থা।
তাদের একটাই ভালোবাসা ;
সাংবাদিকতা।
       

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...