সাংবাদিকতা
সভ্যতার সিরিজ না হলেও প্রতিদিনের সিরিজ
অকপটে জীবনের কাব্য সমাজের কথা
ক্যামেরায় ফ্ল্যাস বন্দি!
সাধারণের জন্য শাসকের বিরুদ্ধে আওয়াজ।
স্বৈরাচারী দেশের বিপক্ষে ধিক্কার।
এই সভ্যতা তাদের দিয়েছে,
আইন্ডিন্টি সাংবাদিকতা।
ঝড় জলমগ্ন শহর অতিমারী
শেখায় তাদের জীবন বাজি রাখার পন্থা।
তাদের একটাই ভালোবাসা ;
সাংবাদিকতা।
No comments:
Post a Comment