Tuesday, October 20, 2020

অপাংশু দেবনাথ

মনোপৃষ্ঠা

এখানে জলের দামে বিক্রি হয় ক্ষুধার্ত-সময়,
এখানে ফুলের গন্ধে ভরে থাকে বিষাক্তকথন,
এখানে ট্রাফিক জ্যামে স্তব্ধ দেখো শহরের মুখ।

শব্দশাপে কাঁপে মন,
নিজেকে সাজায় ছল।

কতোটা বালি উড়লে অন্ধ হয় চোখ
ঝড়ের প্রণয়বাতি জানে তার খুব
বানকুড়ালি কেটে যাবে, কাটবে অসুখ।

রৌদ্র না হয় ডাকেনি ফিরে
মেঘ তো মনের কথা জানে
কেনো পথ ধরেনি সে ঘিরে?

মানুষের ভাবনায় ফিরে আসে প্রসন্ন-ভ্রমর
মধুভান্ড নিয়ে ওড়ে স্বর্গের সিঁড়ি বেয়ে বিনয়
আমি অরূপের কাছে যাবো বলে ট্রাফিক জ্যামে 
রূপনগরী কি আগের মতোই সাজায় মনোপৃষ্ঠা!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...