জগৎ জননী
উতৃপ্ত তেজরশ্মির নেত্র রেখায়
করেছ বহন জগৎ সংসার।
কম্পিত ত্রিশূল অন্যায় স্পর্শে
ছিন্ন করে মাগো বক্ষপিঞ্জরে।
ধরহীন দেহ করো রাক্ষসদের,
বাঁচে যারা নির্যাতনের বুকে।
রাঙা হবে কন্ঠ তোমার,
মাগো পাপীদের রক্ত ধারায়।
উঠবে জোয়ার মাগো অগ্নিকুণ্ডে
বর্ষিত লাভা অঙ্গ বেয়ে,
সিংহ গর্জন ত্রিশূল তোমার
অসুর বিনাশ হবে আবার।
এই প্রতীক্ষায় দিন গুণি,
আসবে মহামায়া তোমার আগমনী।
No comments:
Post a Comment