Tuesday, October 20, 2020

মাধুরী সরকার

আগামীর সকাল

আগামীর সকাল সেজে উঠবে
প্রস্ফুটিত গোলাপ মঞ্জুরির গোপন আহ্বানে,
যেখানে রোজ আবাদ হবে ভালোবাসার কবিতা।

সূক্ষ্ম ভালোবাসার বীজ বুনে উর্বর করে দিতে চাই,
পৃথিবীর রাজপথ অলিগলি।

সমুদ্রের তীব্র ঢেউয়ের ছন্দে সূর্য ডোবার সাক্ষী হয়ে থাকব,
প্রেমের হৃদকাব্য রচনার প্রাক্কালে।

সোনালী রোদ্দুর ভালোবাসায় বিভোর হয়ে খেলা করে, গোমড়ামুখো মেঘের সাথে।
ছন্দে ছন্দে রচিত হয় নতুন মাত্রা।

ভালোবাসার প্রতিটি খাঁজে, প্রেমের বিশালতায়,
শুরু করবো জীবনের অসমাপ্ত প্রেমের কবিতা।

আগামীর কাছে রেখে যাবো
কোনো এক সংকেত,
দুরন্ত স্বপ্নচারী জীবনের ভালোবাসার গভীরতা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...