Monday, April 7, 2025

অতনু রায় চৌধুরী

বঞ্চিত 
.
জীবন জুড়ে লেগে থাকে অতীতের ক্ষত
ক্লান্ত শরীর বিশ্রাম খুঁজে প্রতিনিয়ত।
বাবার বয়স বাড়ে, বেকারত্বের ছাপ হয় দীর্ঘ
প্রেমিকার অপেক্ষা এভাবেই চলে মধ্যবিত্ত।

মধ্যবিত্ত জানে মানিয়ে নিয়ে ভালো থাকার কৌশল
এই শহরের তীব্র রৌদ্রে লড়াই চলে কেবল।
তবুও নেই অভিযোগ, নেই কোনো অভিমান
মধ্যবিত্তের দামি জিনিস সন্মান।

কতশত মধ্যবিত্ত বঞ্চিত মেধা থাকা সত্ত্বেও 
তবুও নেই কোনো প্রতিবাদ, সব যেন শান্ত।
তবুও জীবন সুন্দর সীমিত চাহিদায়
এই জীবনে মানুষ কতকিছুই হারায়।
.
কবির পরিচয় : অতনু রায় চৌধুরী। পিতা অজিত রায় চৌধুরী ও মাতা গৌরী মজুমদার রায় চৌধুরী।রানীর বাজার পশ্চিম ত্রিপুরার বাসিন্দা। জীবনে বিভিন্ন পর্যায় প্রকাশ করার সুন্দর মাধ্যম লেখা আর সেই লেখা থেকেই কবিতার প্রতি তাঁর গভীর ভালোবাসা। কবিতা ভালো রাখে হৃদয়কে এ ধারণা থেকে সামাজিক দায়বদ্ধতা হিসাবেও এ মাধ্যমকে গুরুত্ব দেন কবি অতনু।

No comments:

Post a Comment

গৌতম মজুমদার

বধ্যভূমি - রাফা শোনা যাবেনা আর কোনদিন ক্ষুধার্ত শিশুর কান্না, মা বোন থেকে বৃদ্ধ বৃদ্ধার আর্তনাদ টুকু আর না। শান্তি এখন রাফা শহরে যদি পেতে শো...