এমন দৃশ্যের কাছে যদি নতজানু হই
.
ঘন বনপথ ধরে ছুটি,
যেতে যেতে দু'পাশে কেমন
রোগা জীর্ণ বাঁশ বেত শনে গড়া টং
পাতাশূন্য বৃক্ষ,অতস মাটি
অলস বুকে চেয়ে আছে আমাদের দিকে।
এক নির্বাচনী ক্ষেত্র থেকে অনন্য কোনো
বিপদসীমা ছুঁয়ে জেনেছি
সময় এক দুরন্ত পাখির মতো
রোজ আমাকে নিয়ে খেলছে শুধু।
পৃথিবীতে কত রকমের যে খেলা হয় মানুষ জানে।
সামনে মাঠ ছেলেরা খেলে,
ভুল বসত বল এলেও বলিনা কিছু,
মনে পড়ে আমাদেরও দূরন্ত মাঠ ছিলো
দিগন্ত গতি তার,
এই গতির কাছে ফিরতে আর পারবো না বলে দেখি---
মাঠের রং বদল।
দায়িত্ব এড়ানো অসম্ভব জেনেও
মন ছুটে যেতে চায় দূরে বড়মুড়া পাহাড়ের ঢালে,
ওখানে ঝর্ণা কুমারী নদী নামে রমনী হয়।
বারবেলা এমন দৃশ্যের কাছে যদি নতজানু হই ,
ফিরে এলে চাইবে জানতে?
পাহাড়ি হাওয়া কেমন আছে বদল বিকেলের বুকে।
.
কবি পরিচিতি : কবি অপাংশু দেবনাথ রাজ্যের অন্যতম কবি। তাঁর কবিতায় ফুটে উঠে যাপন ও জীবনের এড়িয়ে যাওয়া দিকগুলো। কখনও কখনও চাপা পড়া সত্যের ভেতর তিনি অবাদে বিচরণ করে নিজেকে পুড়িয়ে লিখেন কবিতা। 'মৃত্তিকা ঋণ মেঘমিতাকে' কাব্যগ্রন্থটি কবির ঐতিহাসিক বই।
No comments:
Post a Comment