ছাপ
.
যারা চলে গেছে বহুদূর,
তাদের,
একটা করে ছবি এঁকে রেখে দিতে পারি চোখে।
যা আমি চোখ বন্ধ করলে দেখি!
.
এমনও ছিলে বুঝি!
কবি পরিচিতি : সঞ্জয় দত্তের পিতার নাম সুজিত দত্ত। জননী হলেন শ্রীমতি সীমা দত্ত।জন্ম দক্ষিণ জেলার সাব্রুমের মনু বাজার এলাকায়। তাঁর ধারণা যা বলা হয়নি কখনো মুখে,কবিতা হয়ে বেরিয়ে আসবে একদিন। কবিতার পাশাপাশি লোকগানেও কবির সমান আশীর্বাদ প্রাপ্ত।
No comments:
Post a Comment