Tuesday, April 8, 2025

শাশ্বত চক্রবর্তী

আমি মহাভারতের যুধিষ্ঠির
আমি রামায়ণের বিভীষণ
আমি দূর্গা স্তবের রক্তবীজ
আমি নৃসিংহের হাতে মৃত হিরণ্যকাশ্যপ
আমি ই আবার জয় গোস্বামীর বেণীমাধব
আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি 
আমি জীবনানন্দের সেই বাংলার মুখ
আমি কাজী নজরুল এর বুলবুলি
আমি লালন সাই এর বাউল
আমি সুভাষের বন্দেমাতরম
আমি আর.জি.কর এর তিলোত্তমা
আমি দিল্লী র নির্ভয়া
আমি ইলোরার ভাষ্কর্য
আমি রাজস্থানের মরুভূমি
আমি রাস্তায় পড়া বৃষ্টির ফোঁটা
আমি গাছের পাতার শিশিরবিন্দু
আমি শহরের কোলাহল
আমি রাস্তায় নামা মিছিলের চিৎকার 
আমি হারিয়ে যাওয়া মানুষের কথা
আমি কে?
.

কবি পরিচিতি : কবি শাশ্বত চক্রবর্তীর জন্ম ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহরে। কবিতা লেখার পাশাপাশি ছবি তোলা কবির শখ। 

No comments:

Post a Comment

গৌতম মজুমদার

বধ্যভূমি - রাফা শোনা যাবেনা আর কোনদিন ক্ষুধার্ত শিশুর কান্না, মা বোন থেকে বৃদ্ধ বৃদ্ধার আর্তনাদ টুকু আর না। শান্তি এখন রাফা শহরে যদি পেতে শো...