Sunday, September 24, 2023

উর্মি সাহা

মন ব্যাথা
.
বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷
আর কথা আসে না!
শুনি শেষ প্রার্থনা নয়তো
বেজে ওঠা গির্জা ঘণ্টা।
তবু দেখি যন্ত্রণা...
যদি কোনো হস্তরেখাবিদ-
বলে দিত সত্য।
আমি ব্যোমকেশ হয়ে
খুঁজে নিতাম মৃত্যু।
প্রেমিকের দেওয়া লাল ওড়না
যার বিঁধেছে গলায়,
ছিড়ে গেছে যার শ্বাসনালী,
তাকে বলে দিতাম সত্য।
হয়তো, হাতের রেখায় মিলে যেত শব্দ।
মা-র দাঁতে ছিড়ে দেওয়া লাল সুতোয়
বুনেছি যে রুমাল-
তাতে মুছে নিতাম রক্ত দাগ, আর
উড়িয়ে দিতাম আদরে।
মেঘের পিঠে চাবুক পিটিয়ে
প্রার্থনা পৌঁছে যেত ঈশ্বরের ঘরে।
 
                                            

Tuesday, September 19, 2023

বিনয় শীল

চন্দ্রযান-৩

২০২৩-এর
মধ্যিখানে।
১৪ই জুলাই
আকাশ পানে।

এ ভারতের 
গৌরব গাঁথা
চন্দ্রযানের 
গমন কথা।

২৩শে আগস্ট 
সন্ধ্যা ছয়।
বিক্রম' করল 
চন্দ্র জয়।

যাচাই করবে
চাঁদের মাটি।
আরো যত 
খুঁটিনাটি।

বেজায় খুশি 
ভারত মিত্র।
শত্রু বলছে- 
গ্রাফিক্স চিত্র।

যে যা ভাবুক, 
সত্য অটুট্।
ভারত মাথে 
চন্দ্র মুকুট।

ভারত মেধা*
সফল, পূর্ণ।
অহংকারীর 
দর্প চূর্ণ।

বিশ্বটিকে 
অবাক করে। 
ভারত 'প্রজ্ঞান'
চাঁদের ঘরে।

ভারত গলায় 
বিজয়মালা।
এতেই কারোর
গাত্র জ্বালা।

ধন্য মোদের 
'ইসরো'
ভারত মাতার 
জয় হো।

Saturday, September 2, 2023

সুমন কান্তি সাহা

শৈশব


সুমন কান্তি সাহা


একদিন মনে হয় সেই শৈশবকালে চলে যাই!
.
শৈশবই আনন্দের।
এ নিষ্ঠুর সমাজে কিছুই পাই না
সে যেন বুঝেই না পৃথিবী কি দিতে চলেছে তাকে।
.
পিতামাতার কাছ থেকেই শিখে
জগত দেখা
.
হুট করে ফিরে যেতে ইচ্ছা করে সে শৈশবে।
আনন্দ আর আদর পেতে ইচ্ছা করে বড়।
.
শিশু দেখলেই অনুভূতি জেগে উঠে আজ। 
তখন মনে হয় চলে যাই সে অবুঝের দুনিয়ায়।
যেখানে থাকবে না, লোভ ভয়, হিংসা।
র'বে শুধুই ভালোবাসা আর স্নেহ।

উর্মি সাহা

অবিশ্বাস্য

আমি মৃত্যুর মুখোমুখি বসে
কথা শুনেছি এক সজোর যাত্রার।
ভরা বাজারে নারীর মুখে, সুখের বদলে-
দেখেছি পূর্নগ্রাস সূর্যগ্রহণ।
দেখেছি শরীরের ভেজা চোখ,
রোমকূপের লাল রেণু,
আর টিপ পড়া গোলাপি মুখ।
বেলা ফুরিয়ে গেলে-
ফকির বেশে মায়া আসে
পাশে বসে, কথা বলে-
দেখে যায় আমার লাল কালো মুখ।
আমার পাথর শরীর ভেঙে ফেলে,
মূর্তি গড়ে, নিয়ে যায়।
ঠিক হয় দিনক্ষণ-
শুরু হয় নবজন্ম।
অবিশ্বাস্য! অবিশ্বাস্য! অবিশ্বাস্য!
আবারও এক নতুন জন্ম-
শুরু হয় ভাঙ্গা গড়ার কাজ;
মুক আর বধিরের মত আমি আবার দেখি-
ডাক দেই নতুবা জড়িয়ে ধরি!
                                       

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...