Saturday, September 2, 2023

উর্মি সাহা

অবিশ্বাস্য

আমি মৃত্যুর মুখোমুখি বসে
কথা শুনেছি এক সজোর যাত্রার।
ভরা বাজারে নারীর মুখে, সুখের বদলে-
দেখেছি পূর্নগ্রাস সূর্যগ্রহণ।
দেখেছি শরীরের ভেজা চোখ,
রোমকূপের লাল রেণু,
আর টিপ পড়া গোলাপি মুখ।
বেলা ফুরিয়ে গেলে-
ফকির বেশে মায়া আসে
পাশে বসে, কথা বলে-
দেখে যায় আমার লাল কালো মুখ।
আমার পাথর শরীর ভেঙে ফেলে,
মূর্তি গড়ে, নিয়ে যায়।
ঠিক হয় দিনক্ষণ-
শুরু হয় নবজন্ম।
অবিশ্বাস্য! অবিশ্বাস্য! অবিশ্বাস্য!
আবারও এক নতুন জন্ম-
শুরু হয় ভাঙ্গা গড়ার কাজ;
মুক আর বধিরের মত আমি আবার দেখি-
ডাক দেই নতুবা জড়িয়ে ধরি!
                                       

No comments:

Post a Comment

গৌতম মজুমদার

বধ্যভূমি - রাফা শোনা যাবেনা আর কোনদিন ক্ষুধার্ত শিশুর কান্না, মা বোন থেকে বৃদ্ধ বৃদ্ধার আর্তনাদ টুকু আর না। শান্তি এখন রাফা শহরে যদি পেতে শো...