চন্দ্রযান-৩
২০২৩-এর
মধ্যিখানে।
১৪ই জুলাই
আকাশ পানে।
এ ভারতের
গৌরব গাঁথা
চন্দ্রযানের
গমন কথা।
২৩শে আগস্ট
সন্ধ্যা ছয়।
বিক্রম' করল
চন্দ্র জয়।
যাচাই করবে
চাঁদের মাটি।
আরো যত
খুঁটিনাটি।
বেজায় খুশি
ভারত মিত্র।
শত্রু বলছে-
গ্রাফিক্স চিত্র।
যে যা ভাবুক,
সত্য অটুট্।
ভারত মাথে
চন্দ্র মুকুট।
ভারত মেধা*
সফল, পূর্ণ।
অহংকারীর
দর্প চূর্ণ।
বিশ্বটিকে
অবাক করে।
ভারত 'প্রজ্ঞান'
চাঁদের ঘরে।
ভারত গলায়
বিজয়মালা।
এতেই কারোর
গাত্র জ্বালা।
ধন্য মোদের
'ইসরো'
ভারত মাতার
জয় হো।
No comments:
Post a Comment