নতুন ভোর
সভ্যতা ও সংস্কৃতির বিভাগ,
রাজশাহী তার মনোভাব।
বিজ্ঞান ও প্রযুক্তির বিভীষিকায়,,
মিডিয়া জনতার বর্তমান পার্টনার।
শারদীয়ার উষ্ণতায়-
ঢাকের পিঠে কম্পনের আওয়াজ-
নির্ভয়তার উচ্চ শিখরে;
মাইক হাতে দৌড় চলছে গঞ্জে গঞ্জে।
রাজনৈতিক জটিলতায়,মৃত্যুদণ্ডে-
আক্ষায়িত কত শত পুত্র,
মাস্ক আর মর্গের মাঝ পথে-,
হেরেছে বেঁচে থাকার সুত্র।
মহামায়ার অসুর নিধন;
জাগিয়ে তোলে নারী শক্তি,
মায়ের কোলের সন্তান নাশে--
মিছিলে হাঁটে কর্তব্য বিমুখী প্রতিবেশী।
সাংবাদিক-এর কলমের দুঃশ্চিন্তার মাঝে,
কাকভোরে শিউলির উচ্চারণে মন্ত্র সাঁজে।
সাহস গুলো সব গুমরে মরছে-,
ইতিহাস গড়ছে বন্ধি প্রেম।
এইভাবেই কি মুক্ত দেশ!
মহামারীর অকালবোধনে,
সুই বুনছে বিজ্ঞান মহল-,
ক্যালেন্ডারের সাথে সখ্য ছেড়ে,
লিখছে কেবল সাংবাদিকের জ্যান্ত জীবন।
মায়ের ত্রিনয়নের সুধাধারায়-,
মহামারী মুক্ত হোক এই ধরা।
নতুন ভোরের নতুন আলোয় সাথে থাক;
মহামারীর নিধন সংবাদ আর চায়ের কাপ।
No comments:
Post a Comment