Tuesday, October 20, 2020

সাধন নমঃ

মেয়েটি

আমি স্বপ্ন আঁকি ঐ মেয়েটির চোখে,
যার চোখ জুড়ে স্বপ্নেরা খেলা করে।
আমি গান বুনী তার দেওয়া স্বরলিপি  দিয়ে
যে গান ঢেউ তোলে সুরে সুরে।
আমি মাতাল হই মেয়েটির প্রেমসুখে
শুধু ছাপ ফেলে মোর চোখের কোনে।
আমি নির্বাক হই মেয়েটির প্রতিবাদে
হোক না সেই প্রতিবাদ ঘরে ঘরে।
আমি হাহাকারে ভাসি সেখানে
যখন সে ঘুরে ফিরে জীর্ণ বস্ত্রে।
সবাই দুর্গা খোঁজে কাশ বনে
আমার দুর্গাকে দেখেছি অনাহারে।
তবুও ভালোবাসি,ভালোবাসতে হয় বলে
নানা রঙে নানা আদলে।
আমি ভালোবাসি সেই মেয়েটিকে,
যার টানা টানা হরিণী চোখ,শরীরটা জীর্ন কালো।
তার চোখে ভালোবাসতে শিখেছি,
তাইতো ভালোবাসবো আরো।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...