Tuesday, October 20, 2020

শতরূপা ভট্টাচার্য

আত্মভাবনা

ভালোবাসি
বলতেই যে হয় ভালোবাসি
কিন্তু শুধুই কি বলার জন্যেই ভালোবাসি? 
শব্দটির মাপকাঠি বিচার করি? 
ভালোবাসি!

শব্দটির গভীরতা বোঝার ক্ষমতা আছে? 
কিছু ভালোবাসা তো প্রকাশিত না হয়ে বেশ ভালো আছে! 
কিছু আবার উচ্চ মানের প্রকাশক,
কিন্তু বাস্তবে মূল্যহীন এক শব্দ হয়ে যায়, 
ছোট্ট একটি প্রয়াস, কাউকে ভালোরাখার,
ভালো থাকার।
এটাই হয়তো জীবনের দায়িত্ব ।
কিন্তু সমাজ আজ সেই দায়িত্বের মূল্য দিতে পারেনা।
মন আর শরীরের দ্বন্দ্ব লেগে যাচ্ছে আজ,
কিছু ক্ষেত্রে শুধু শরীরের জয় হচ্ছে মনের হার হচ্ছে ।
আবার কিছু ক্ষেত্রে মন হয়ে যায় একাকীত্বের ভাগীদার । 
কথার কি আর কোনো শেষ আছে?
কলম চলা শুরু করলে তো সেই চলতেই থাকবে। 
শেষ পর্যায়ে শুধুই ভালোবাসি,
ওজন দিয়ে  ভালোবাসি । 
                  

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...