সম্পাদকীয়
এই সংস্কৃতিতে আমরা যে বিষয়টা আমরা সময় দিয়ে শিখেছি সেটা হলো বিনম্রতা। এই উপমহাদেশে আমাদের শিল্পের সকল শাখায় এই বিষয়টাকে আমাদের কৌশলে বুঝানোর চেষ্টা করা হয়েছে। মানুষ হিসাবে আজও যদি আমাদের এখানে কোথাও সীমাবদ্ধতা থাকে আমাদের, সেই দায়ভার আমাদেরই। শিল্প সংস্কৃতি এখানে সফল।
মহামায়া সংখ্যায় ত্রিপুরা রাজ্যের বরিষ্ঠ কবি এবং গদ্যকাররাও লিখেছেন। মনন স্রোতের জন্য যা বিশাল অণুপ্রেরণার। মনন স্রোত আনম্র শ্রদ্ধা জানাচ্ছে সকল গুণীজনকে। এই সংখ্যাটি প্রকাশ করতে মনন স্রোতের যে সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই সংখ্যাটি নিবেদন করেছে রাজ্যের বহুল প্রচারিত ইলেকট্রনিক সংবাদ মাধ্যম "মুহূর্ত এক্সপ্রেস", আমি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ভুলত্রুটির দায়ভার সম্পাদকের একার। এবারের শারদীয়া বয়ে আনুক একটি নিশ্চিন্তের সকাল।
শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত, ত্রিপুরা
No comments:
Post a Comment