এখনি অন্ধ, বন্ধ কোরো না পাখা!
চিৎকার, প্রতিবাদ- প্রমুখ শরীরি বিনোদনসকল
আদপে একেকটি বয়সের তারতম্যে, পরিবর্তনশীল অভ্যেস।
প্রভূত রক্তনির্মম অভ্যর্থনা,
নিস্কাম গূঢ় সম্পর্কজনিত লোভ,
প্রণয়মুক্ত ব্যবধান, ইত্যাদি-
অসুস্থ সাপের মতো প্রত্যাশাবিষ রচনা করে চলেছে প্রতিক্ষণে!
এত অব্যক্ত বর্ণমালার ঘ্রাণ-
ক্রমশ ক্রমশ গভীরতম অহংকার!
এত প্রশ্নসূচক চিহ্ন,
মহীরূহসম অক্ষম হৃদয়ের সীমানাবিচ্ছিন্ন তর্পণ!
দৃষ্টিসংযোজিত এত এত অনুস্বার,
তথাপি হে অম্লান বিশল্যকরণী...
এত মহাকাব্যভুক তুমি!
পরিসংখ্যানের উন্মত্ত আয়োজন
বৈধতাকে দাঁড় করিয়েছে সংযমের সম্মুখে;
ক্ষমাপ্রার্থনার মতো দিকভ্রান্ত বিনিময়,
কেবলই মুখোশচরিতে উদ্দেশ্যপ্রণোদিত রূপে জন্ম দেয়,
একের পর এক নৈরাশ্যের।
করোটিবেষ্টিত মগজজরায়ু নিয়মানুসারেই বিনিয়ন্ত্রিত,
একান্ত পিশাচসিদ্ধের স্থিতি!
অতঃপর, এ গ্রহে মানববন্ধন! বড় বেমানান...
No comments:
Post a Comment