মায়ের আগমনী বার্তা
নব আনন্দে জাগো
নব কিরণের আলোয় জাগো
নিজে জাগো অন্যকে জাগাও ।
আলস্য পরিহার করে এগিয়ে যাও
দুঃখের মধ্যেই সুখকে বরণ কর
কারণ দুঃখই জীবনের স্পর্শমণি ।
প্রেমের আলোয় সবাইকে আলোকিত কর
প্রেম হল সবার জীবনের এক মহাসত্য
প্রেম ছাড়া এজীবনে সব কিছু অনিত্য
প্রেমের পরশে বিশ্বকে কর প্রেমময়
সবার আনন্দেই নিজের আনন্দ এই হোক পণ
সবাইকে কর প্রানের বন্ধু সবাইকে কর প্রানের ধন
এই জগৎ মাঝে কেহ নয় মোর পর
এই ভাবনা কে অবলম্বন করি জগৎ কল্যানে
নিজ নিজ সু উচ্চ ভাবনাকে প্রস্ফুটিত করি।
No comments:
Post a Comment