Tuesday, October 20, 2020

চয়ন সাহা

কলম

সাদা কাগজ সাজিয়ে দিয়ে,
বুক চিড়িয়ে চলছি ছুয়ে।
তিন স্তম্ভের রক্ষনেও
শিরায় শিরায় রক্ত দিয়ে।
সাজিয়ে দিলাম শুন্য বুক
তবুও যেন মিলছে রোজ
রক্ত ঝড়ার অলীক সুখ।
এক বিন্দু রক্ত দিয়ে 
লিখে দিলুম নাম ঠিকানা,
আর এক বিন্দু রক্ত দিতেই
কেটে নিলো আমার ডানা।
তবুও কেমন লড়াই চলছে
বাঁচতে তাদের নেই যে মানা।
তিলে তিলে ঝড়িয়ে দিলুম
তাজা রক্তের বিন্দুকনা,
আশায় আছি তোমার হাতে
গর্জে উঠবে প্রতিবাদে 
আমার শিরার অত্যুষ্ণ রক্তের
লড়াইয়ের এই কলম খানা।

No comments:

Post a Comment

গৌতম মজুমদার

বধ্যভূমি - রাফা শোনা যাবেনা আর কোনদিন ক্ষুধার্ত শিশুর কান্না, মা বোন থেকে বৃদ্ধ বৃদ্ধার আর্তনাদ টুকু আর না। শান্তি এখন রাফা শহরে যদি পেতে শো...