অহংকার
সুখ ,দুঃখতো সবার জীবনেই আসবে।
ঠিক তেমনি অহংকার,লোভ,লালসাও সবার জীবনে আসবে।
কিন্তু যে ঠিক ভুল বুঝতে পারবে না সে কখনই বড় হতে পারবে না --
মানুষ সব থেকে বেশি ভুল করে যখন সে অহংকারি হয়।
তাই আমরা যখন আমাদের মনের সমস্ত অহংকার কে ভেঙে ছুঁরে ফেলতে পারব,
ঠিক তখনই আমরা আমাদের শরীরের বুঝা মুক্ত করে, হালকা হয়ে ,উপরে উঠতে পারব ত্রবং-----
লক্ষের শীর্ষে ঠিক পৌঁছতে পারবো।
"আগে অহংকার ছার, তারপর বড় হও"
No comments:
Post a Comment