Tuesday, October 20, 2020

সঞ্জয় দত্ত


মুক্তি নেই

আমিও মানুষ আর তুইও মানুষ,
তফাৎ শুধু মনোভাবের।
আজ দিন দুঃখি কাঁদে
শুধু নির্মম বিচারে।

আমারও স্বাধীনতা আছে
ইচ্ছে মতো উড়ার,
কেন কেড়ে নিয়েছিস বাক্ !
এখন পথ শুধু মরার।

শুস্ক বৃষ্টি ফোঁটার জীবনের ন্যায়
প্রাণ বাঁচাতে ধরেছি পা তোর,
কতো চিৎকার করে কেঁদে কেঁদে বলেছি,
ছেড়ে দে আমায়,করেছি হাত জোড়।

পাষণ্ড জানোয়ারের মতো 
অসময়ে খেয়েছিস যাদের!
একদিন দৃঢ় কন্ঠে কেউ বলে উঠবে,
মুক্তি নেই তোদের।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...