Tuesday, October 20, 2020

সুপর্ণা কর

মা মহামায়ার আগমন

মা মহামায়ার আগমনে

প্রকৃতি আজ উদ্ভাসিত।
শিউলি আর কাশফুলের শোভায়
চারিদিক হলো সুবাসিত।।

মায়ের আগমনী গানে
মনে জেগে উঠলো এক নতুন আশা।
 মহাময়ার আগমনে

 ঘুচে যাক সকল দুঃখ-দুর্দশা।

মায়ের আগমনে

আকাশে ভাসছে সাদা মেঘের রাশি।
   

চারিদিকে শুধুই হাহাকার!

তবুও যেন সবার মুখে,একটু মৃদু-হাসি।

হে মা দুর্গে, দুর্গতিনাশিনী

অসুরনাশিনীরূপে,বিনাশ করো সকল পাপ।
মাগো তোমার আগমনে,
উন্মোচিত হোক সকল অভিশাপ।।

মহালয়ার পূণ্যলগ্নে মায়ের আগমন বার্তা,
 শারদআকাশে ভাসছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 

নতুন আশার আলোয় পুনরায় মা আসছে।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...