Tuesday, October 20, 2020

অশোক দেব

গন্তব্য

একটা কিছু আকাশ হতে পড়বে
নতুন মেঘে ঢাকবে তারা আমার

তোমার কাছে এলাম আমি একাই
নিজেকে নিজে ড্যাগার মারা শেখাই

একটা কিছু আকাশ হতে পড়বে
তখন তুমি আঁচল মেলে ধরবে? 

তোমার কাছে এলাম আমি নিঃস্ব
তোমার কাছে জোনাক ভরা বিশ্ব।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...