Tuesday, October 20, 2020

শিপ্রা দেবনাথ

দেবী দুর্গা

মাগো তোমার প্রতিক্ষাতে মগ্ন ত্রিভূবন, 
তোমার আগমনে খুশি সবারই মন।   
শিউলি ফুল দিয়ে শুরু করি পূজার আয়োজন, 
করজোড়ে করি মাগো তোমার বোধন। 
ছোট্ট বেলাটা যেন ফিরিয়ে আনে সাঁঝের শিউলি ফুলের গন্ধ, 
বড় হয়ে বদলে যায় সবার, চেনা জীবনের ছন্দ। 
জগৎজননী তুমি মাগো, তুমি মুক্তিদায়িনী
দুর্গতিনাশিনী তুমি মাগো অসুরবিনাশিনী। 

বিশ্বজুড়ে জ্যান্ত অসুররা করছে সর্বনাশ,
মাটির অসুর আর কতকাল করবে মাগো নাশ
এবার করো মাগো তুমি , জ্যান্ত অসুরের বিনাশ   । 
আজ সব মায়ের বুকে শুধু সন্ত্রাসেরই ব্যথা, 
কখনো কি ভেবেছো মাগো, সেইসব মায়ের কথা ? 
শক্তিময়ী মাগো করো সর্বশক্তি দান, 
জ্যান্ত অসুরকে দমন করে বাঁচাও সব মায়ের মান। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...