শেষ ইচ্ছা
জন্মদাতা - জন্মদাত্রী তোমরা কোথায়?
দেখতে খুব ইচ্ছা করছে তোমাদের,
খুকী ডাকে কান ভরিয়ে দেওয়ার জন্যই একবার ফিরে এসো,
মেকি কান্নায় চোখ ভাসিয়ে বলবে আমাকে তোমরা ভালোবাসো!
ক্ষণিকের আনন্দে ভুলে ছিলে
নতুনের সৃষ্টি দুই দেহ মিললে,
জন্মের পর ডাস্টবিনে রেখে গেলে
জীবনের ঘরে কিছু সময় বাকী ছিল
তাই দেব দূতেরা কোলে তুলে নিল।
দিন ভালোই যাচ্ছিল
হঠাৎ দেহে দুরারোগ্য রোগ ধরা দিল!
কী বা-ই আমার বয়স
দশ পেরুলেই নিঃশেষ জীবনের আয়েশ,
সারা দেহে বিষময় জ্বালা - যন্ত্রণা
মাথায় হাত বুলিয়ে দাও না একটু সান্ত্বনা।
হাসপাতালের বিছানায় শুয়ে দেখি অন্য রোগীদের সবাই আসে
দেব দূতরা তো আছেই,
কিন্তু মনে সাধ জাগে যাওয়ার সময় তোমরা থেকো পাশে!
No comments:
Post a Comment