Saturday, July 18, 2020

দেবাশীস চৌধুরী

চাষ

কলঙ্ক কালিমা সব তোমার পায়ে সমর্পন করে 
নতজানু হয়ে তাকিয়ে রয়েছি 
তোমার দিকে। 
জাগতিক দৃশ্যাবলির বর্ণনা করতে গিয়ে দেখি
আমি তোমায় ভালোবেসে ফেলেছি
তুমি পরীক্ষার কক্ষে তালাবন্ধ অবস্থায় ছুটে এসেছো আমার বুকে -- 
আমার সমস্ত পাগলামো, খামখেয়ালিপনার ফসল তুমি !
আমি তোমার হৃদয় চাষের দায়ীত্ব নিলাম।।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...