চাষ
কলঙ্ক কালিমা সব তোমার পায়ে সমর্পন করে
নতজানু হয়ে তাকিয়ে রয়েছি
তোমার দিকে।
জাগতিক দৃশ্যাবলির বর্ণনা করতে গিয়ে দেখি
আমি তোমায় ভালোবেসে ফেলেছি
তুমি পরীক্ষার কক্ষে তালাবন্ধ অবস্থায় ছুটে এসেছো আমার বুকে --
আমার সমস্ত পাগলামো, খামখেয়ালিপনার ফসল তুমি !
আমি তোমার হৃদয় চাষের দায়ীত্ব নিলাম।।
No comments:
Post a Comment