অগোচরে
জীবন জুড়ে ক্ষতের পাহাড়
হাসির প্রলেপ মাখি ।
দৃষ্টির ভাঁজে বৃষ্টি জমে
যা - অগোচরে রাখি । ।
মনের আয়নায় মুখ দেখলে যে
দাগগুলোই চোখে পরে ।
এমন কোন ক্রীম কি নেই ?
যাতে - মনের ক্ষত সারে । ।
অপমানের উচ্চস্বরে
গাইলি কোরাস সপ্তম সুরে ।
স্বপ্ন হলো উড্ডীয়মান
যন্ত্রনারই বায়ুস্তরে । ।
জীবন ঘরে তোর দুয়ারে
শান্তিটুকু কাম্য ছিল ।
সবটুকু ধ্যান উজার করে
এটাই কি আজ প্রাপ্য ছিল ?
বাস্তবতার ভিড়েতে আজ
আবেগ গুলো মানছে যে হার ।
সিদ্ধান্ত দাঁড়ায়ে সম্মুখ
কবিত্ব আজ জীবনবিমুখ । ।
No comments:
Post a Comment