Saturday, July 18, 2020

দিপ্সী দে

 মন্থন 

আমার জীবনে স্মরনীয় বলে আলাদা করে কিছু নেই সবটাই বরণীয়।

প্রতিবার যখন বাবার জলের গ্লাসে জল ঢালি
মাঝরাতে মায়ের পায়ে সর্ষের তৈল লাগাই

নয়তো পকেটে হাজার টাকা রেখে হেঁটে বাড়ি চলে আসি
জীবনবোধ আমার জীবন দিয়ে হবেনা 
ঘুম থেকে উঠি বারোটা।

জীবনের সাথে খেলতে খেলতে আজ আর মাঝপথে থামি না।
জল খেতে ভুলে গেলেও বাবার ঔষধ কিনতে ভুলি না।
রাস্তার পাগল ও হার মানবে পাগলামিতে 
তবে মায়ের চিন্তার আবডালে সিরিয়াস হতে ভুলি না।

ওসব স্মরনীয় কিছু নেই সবটাই বরণীয়।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...