Saturday, July 18, 2020

দিপ্সী দে

 মন্থন 

আমার জীবনে স্মরনীয় বলে আলাদা করে কিছু নেই সবটাই বরণীয়।

প্রতিবার যখন বাবার জলের গ্লাসে জল ঢালি
মাঝরাতে মায়ের পায়ে সর্ষের তৈল লাগাই

নয়তো পকেটে হাজার টাকা রেখে হেঁটে বাড়ি চলে আসি
জীবনবোধ আমার জীবন দিয়ে হবেনা 
ঘুম থেকে উঠি বারোটা।

জীবনের সাথে খেলতে খেলতে আজ আর মাঝপথে থামি না।
জল খেতে ভুলে গেলেও বাবার ঔষধ কিনতে ভুলি না।
রাস্তার পাগল ও হার মানবে পাগলামিতে 
তবে মায়ের চিন্তার আবডালে সিরিয়াস হতে ভুলি না।

ওসব স্মরনীয় কিছু নেই সবটাই বরণীয়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...