থমকে গেছে পৃথিবী
প্রতিটি দিনের শেষে সুন্দর একটি
রাতের অপেক্ষায় থাকে পৃথিবী।
প্রভাতের সূচনায় রবির হাসিতে
ভরে উঠে অপরাজিত মনের ছবি।।
সমস্যায় সাবলম্বী থাকা মানুষ
ছিল অনেকটা কম,
দুরন্ত গাড়ি হঠাৎ থেমে গেলেও
ড্রাইভার বলে,গাড়ির আছে এখনো দম।
কোনো একটা ভয়াবহ কারণে
হঠাৎ থমকে গেছে জীবন!
লাশের গাড়ি বয়ে নিয়ে
যাওয়াই হলো মানুষের কর্মক্ষম।
শ্রীরাম চন্দ্রের বনবাসে যাত্রা
রাজা দশরথের মৃত্যু,
হঠাৎ সৃষ্টি হয়েছে
এক মহামারীর সেতু।
দিনের শেষে পৃথিবী এখন
লাশের সংখ্যা গুনছে,
নদীর পাড়ে শ্বশানের ভীর
আর আগুনের শব্দ শুনছে।
প্রতি একশো বছর পর
পৃথিবীর নিজ কক্ষপথ হারিয়ে ফেলছে,
হঠাৎ ভুলে যাচ্ছে তার মানচিত্র
তাই পৃথিবী আজ আবার থমকে গেছে।
No comments:
Post a Comment