Saturday, July 18, 2020

সঞ্জয় দত্ত

থমকে গেছে পৃথিবী
          

প্রতিটি দিনের শেষে সুন্দর একটি
রাতের অপেক্ষায় থাকে পৃথিবী।
প্রভাতের সূচনায় রবির হাসিতে
ভরে উঠে অপরাজিত মনের ছবি।।

সমস্যায় সাবলম্বী থাকা মানুষ
ছিল অনেকটা কম,
দুরন্ত গাড়ি হঠাৎ থেমে গেলেও
ড্রাইভার বলে,গাড়ির আছে এখনো দম।
 
কোনো একটা ভয়াবহ কারণে
হঠাৎ থমকে গেছে জীবন!
লাশের গাড়ি বয়ে নিয়ে
যাওয়াই হলো মানুষের কর্মক্ষম।

শ্রীরাম চন্দ্রের বনবাসে যাত্রা   
রাজা দশরথের মৃত্যু,
হঠাৎ সৃষ্টি হয়েছে
এক মহামারীর সেতু।

দিনের শেষে পৃথিবী এখন
লাশের সংখ্যা গুনছে,
নদীর পাড়ে শ্বশানের ভীর
আর আগুনের শব্দ শুনছে।

প্রতি একশো বছর পর
পৃথিবীর নিজ কক্ষপথ হারিয়ে ফেলছে,
হঠাৎ ভুলে যাচ্ছে তার মানচিত্র
তাই পৃথিবী আজ আবার থমকে গেছে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...