Saturday, July 18, 2020

আক্তার হোসেন

দেখতে চাই

তুমি দেখতে চাও আমাকে কাছ থেকে অনেক কাছে, 
আমি দেখতে চাই অনাবিল দূর থেকে দূরান্তে। 
তুমি দেখতে চাও আমাকে তোমার হাতে বসে থাকা এক পাখির মতো, 
আমি দেখতে চাই দূর আকাশে ক্রমাগত উড়তে থেকে। 
তোমার স্পর্শটা যেনো আমার কাছে অমাবস্যার চাঁদের মতো হয়ে থাকুক। 
যখনি তুমি আমার মুখপানে চেয়ে দেখবে তোমার মনে যেনো জোয়ার, ভাটার মতো ঢেউ বয়ে বেড়ায় 
আমিতো সেটাই চাই। 
তুমিতো দেখতে চাও আমাকে গোধূলির শেষে সন্ধ্যার আঁধারে জোনাকিপোকার আলোর মতো, 
আমিতো দেখতে চাই রাতের আধারে দূর আকাশের নক্ষত্রের মতো। 
তুমি দেখতে চাও তোমারই আঙিনায় থাকা কুমোড়ের ফুলের মতো, 
তুমি দেখতে চাও আমাকে খুবই কাছাকাছি, 
আমার জন্য সীমাবদ্ধ তোমার আঁকি।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...