Saturday, July 18, 2020

ভাশ্বতী হান্দল

দাগ

ফেলে আসা বিকেলের স্মৃতি গুলো 
আজও বড্ড  রঙিন 
সময়ের ধূসর পাণ্ডুলিপি তে লেখা আছে 
যার প্রতিটি অক্ষর ।
এখনো চোখে বন্ধ করলে  
চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে 
তার সেই আটপৌড়ে মেয়ে বেলার ছবি
কিশোরী বেলার প্রথম প্রেম ,
আর দুপাশে বেনী বাঁধা 
নিষ্পাপ দুই চোখের চাহনি।
তার কথা মনে পড়লে এখনো 
বুকের বাম দিকটা চিনচিন করে
মোচড় দিয়ে ওঠে 
ভুলতে চেয়েও ভুলতে পারিনি 
তার ওই মায়া ভরা হাসি মুখ
জীবনের গতি যতই অন্যপথে
 হেঁটে যাক না কেন 
মনের মধ্যে কেটে যাওয়া দাগ গুলো 
আজও পিছু ছাড়েনি ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...