পরশ
যখন মনে পরবে তোমায়,
তুমি আছো সেথায় সেথায়
আমারো মনের গভীর গহনে
মনের পটে আঁকা ক্ষণে ক্ষণে।
সেইদিন কোমল পরশে তোমার
অঙ্গ আমার উচ্ছসিত।
মন বলেছিল ক্ষণে,
তোমারে রাখি জড়ায়ে যতনে
এ সুন্দরী নাহি আর এি-ভুবনে।
দিন-রাত হয়েছিল একাকার,
তন্দ্রা গিয়েছিল ঘুচে
এমন কোমল পরশের প্রহার,
জীবনে হয়তো নাহি পাবো আর।
তুমি কোমলতায় বিলীন,
থেকেছো স্তব্দ
না দিয়েছো সাড়া,
তবুও তোমাতে মন দিশেহারা,
তোমারে ভুলা যায় না
আমারো মনের পটে তুমি এক জীবনের ধারা।
ফিরবে কী কখনো ?
তোমার পরশ লাগি যদি মোর হৃদয় হয় উতলা।
উদবেলিত হয় মোর অঙ্গ যদি,
পাওয়ার তোমার সঙ্ম
ন হাসে,
আমারো ভাগ্যের পরিহাসে।
তোমাতে খেয়েছে যে দোলা,
চারিদিকে একই শব্দ,
হবেনা তোমাকে ভুলা
যায়না ভুলা।
তোমারো লাগি রাত্রি জাগি
কত রাএি হয় পার,
ছবি তোমার ভেসে উঠে
আমি তোমাতে থাকি,
ওই দুটি আঁখি।
ভেসে উঠে আমারো ভাবনার গহনে
পলকে যায়না ফেলা চারিদিকে মোর আঁখি জুড়ে,
তোমার আঁখি ঘুরে।
চাউনিতে হয়েছিলাম মুগ্ধ
মনোরম দৃশ্য।
যেন কালো মেঘের ছায়া ঘুচল,
এ কী করেছো উতলা
তোমারে যায়না ভুলা, যায় না ভোলা।
No comments:
Post a Comment